থানচিতে ১০ স্কুলে সেইফ স্পেস উপকরণ বিতরণ
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট প্রকল্প এবং স্টেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র একটি প্রকল্পের মাধ্যমে বান্দরবানে থানচিতে ১০টি স্কুলের ডিগনিটি কিট ও সেইফ স্পেস উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট প্রকল্পে কানাডা অর্থায়নে স্থানীয় এনজিও তহজিংডং বাস্তবায়নে ১০ স্কুলের ৯শত ৫০জনের কন্যা শিশুদের মাঝে সেইফ স্পেসসহ প্রতিটি স্কুলের জন্য ১টি ফাসাইট বক্স, ২টি টেবিল, ৮টি চেয়ার, ১টি ফ্লোর ম্যাট, ১টি ফ্যান ও ১টি করে হোয়াইট বোর্ড এ উপকরণগুলো বিতরণ করা হয়।
এ ডিগনিটি কিট ও সেইফ স্পেস বিতরনী অনুষ্ঠানে জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহাঃ আবুল মনসুর বক্তব্যের তিনি বলেন, এ সেইফ স্পেস মাধ্যমে কন্যা শিশু অর্থাৎ স্কুলের ছাত্রীরা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে বিবেচ্য বিষয় সম্পর্কে ধারণা প্রদানে সচেতনতা বৃদ্ধির পাবে। এ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে তারা তাদের শিক্ষা ও দক্ষতা অর্জনের পর সমাজে উন্নয়নে তাদের জ্ঞান ও দক্ষতার দ্বারা উন্নতি শেখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখে। সমাজের কাছে তাদের যে দায়বদ্ধতা সেটা যেন তারা ভুলে না যায়।
তিনি আরো বলেন, এ প্রকল্পে কার্যক্রমে মাধ্যমে প্রশংসা দাবিদার রেখে নির্যাতনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজে সকলে সচেতন বিষয়সহ বিভিন্ন ধরনে কার্যক্রমে সম্পর্কে ধারণা প্রদানে নিরলসভাবে কাজ করতে আহব্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত আছেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপ-সহকারী শিক্ষক বিপুল, সহকারী শিক্ষক সাহাদাৎ সোহেন, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, রেমাক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উশৈচিং মারমা প্রমুখ। এছাড়াও তহজিংডং এর কমিউনিটি মবিলাইজার (সিএম) সুমান্তু চাকমা, ১০ স্কুলে শিক্ষক ও কন্যা শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ডিগনিটি কিট ও সেইফ স্পেস বিতরনী অনুষ্ঠানে জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ও সভাপতি ইতি বিশ্বাস বলেন, এ প্রকল্পে মাধ্যমে থানচিতে ১০ স্কুলের স্কুল পর্যায়ে কন্যাশিশু ছাত্রীরা যাতে সম্পূর্ণ নিরাপদ বোধ, নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে, সেজন্য প্রত্যেক স্কুলে সেইফ স্পেস সুব্যবস্থা প্রদানে স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী করারসহ জেন্ডার ভিত্তিক সহিংসতা, নির্যাতন, যৌণ নির্যাতন, মাসিক বিষয়ে জানতে সক্ষম হবে কন্যাশিশুরা। এবং নেতৃত্ব ও জীবন বিকাশ-দক্ষতা, সহশিক্ষন, সেইফ স্পেসের কন্যাশিশুদের প্রজনন স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তহজিংডং। এ কার্যক্রমে বাস্তবায়নে অংশগ্রহণে সকলে সহযোগীতায় প্রদানে কামনা করেন তিনি।