মহালছড়িতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সৌজন্যে মহালছড়ি আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা ও উন্নত খাবার পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা ও মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা। আলোচনা শেষে প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও শিক্ষা উপকরন দেয়া হয়। পরে জন্ম দিনের কেক কাটেন এবং শিক্ষার্থীদের উন্নত খাবার পরিবেশন করেন।