মানিকছড়িতে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় ঋণ ও আর্থিক সহায়তা প্রদান
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
২০২১-২২ অর্থবছরের আওতায় মানিকছড়িতে উপজেলার সদস্যদের মাঝে ইমাম ও মুয়াজ্জিম কল্যাণ ট্রাষ্টের আওতায় সুদ মুক্ত ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট) দুপুরে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একজন সদস্যকে ১৫ হাজার টাকা ও ৯ জন সদস্যের মাঝে ৪ হাজার টাকা করে সর্বমোট ৫১ হাজার টাকা বিতরণ করেন ইউএনও রক্তিম চৌধুরী। এ সময় ইসলামিক ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাঃ মো. ইউছুফ বাহার, ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাঃ আবুল কাশেমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইমাম ও মুয়াজ্জিম কল্যাণ ট্রাষ্টের আর্থিক সহায়তা পেয়ে তারা সকলেই সন্তোষ প্রকাশ করেন।