নানিয়ারচর জাতীয় শোক দিবসে আলোচনা সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য অংসুসাইন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান প্রগতি তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনসার আলী, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্ধ।
আলোচনা সভা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রকে নসাৎ করে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।