দীঘিনালায় জীপ গাড়ি উল্টে গুরুতর আহত-৩
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের আলমগীর টিলা এলাকায় গাছ বোজাই জীপ গাড়ি উল্টে ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার আলমগীর টিলা এলাকায় সেগুন গাছ বোজাই জীপ গাড়ি পাহাড় উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনা স্থলে জীপ গাড়ির পিছনে থাকা শ্রমিক ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন পানছড়ি উপজেলার সোহেল চাকমা(২৫), উপজেলার বাবুছড়া ইউনিয়নের চন্দ্র চাকমার ছেলে লক্ষী চাকমা(৩৫) ও বোয়ালখালী ইউনিয়নরে শুক্র চাকমার ছেলে ধন গুলো চাকমা(২৫)। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।