খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
॥ মোঃ ইসমাইল হোসেন ॥
খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া বেগম (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ আগষ্ট) সকালে রামগড় উপজেলার ১নং ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের কেয়াংটিলা গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাবেয়া বেগম পাশ্ববর্তী ভূজপুর থানার মতিন নগর গ্রামের মোঃ হানিফ মিয়ার মেয়ে। আট মাস আগে বিয়ে হয় রামগড় উপজেলার কেয়াংটিলা গ্রামের আবুল খায়ের’র ছোট ছেলে মহি উদ্দিন’র সাথে।
তার স্বামী জানান, রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার স্ত্রী। কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন।
রাবেয়ার পিতা মোঃ হানিফ জানান, খবর পেয়ে ছুটে আসেন তিনি। তবে মেয়েও আগে কিছু জানায়নি। তবে এটা কি হত্যা নাকি আত্বহত্যা এ ব্যাপারে তিনি মন্তব্য করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার এএসআই তারেক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত আবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।