[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

হঠাৎ রাতের ভাড়া সকালে প্রায় দ্বিগুণ, যাত্রী-চালকদের মাঝে অসন্তোষ

৪২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

হঠাৎ করে দেশের বাজারের জ¦ালানি তেলে মূূল্যবৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন যানবাহন মালিক, চালক ও সাধারণ যাত্রী! ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে জ্বালানি তেলের দাম গড়ে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে! যার প্রভাব পড়েছে চালক ও সাধারণ যাত্রীদের মাঝে! জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিুর ফলে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক-যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। রাতের ভাড়া সকালেই প্রায় ডাবল গুনতে হচ্ছে যাত্রীদের! কেননা ৮৯ টাকার অকটেন কিনতে হচ্ছে ১৩৫ টাকায়! বেড়েছে ৪৬ টাকা!

মানিকছড়ি উপজেলার বিভিন্ন আন্তঃসড়কের একমাত্র চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল। শনিবার (৬আগস্ট) সকালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর অনেকেই না যেনে মোটরসাইকেলে উঠে গন্তব্যে পৌছে বাড়তি ভাড়া গুনতে গিয়ে কথাকাটাকাটি করে এক পর্যায়ে বাড়তি ভাড়া প্রদান করেছেন। এছাড়াও অনেক সড়কেই তাদের সমিতির সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে ভাড়া বৃদ্ধি করেছেন। যা অনেক সাধারন যাত্রীদের জানার বাইরে। অনেক চালকই বলছেন, রাতে বাসায় গিয়ে জানতে পারি আজ থেকে তেলে দাম বৃদ্ধি পেয়েছে। তাই অতিরিক্ত মূল্যে তেল কিনতে হচ্ছে বিধায় ভাড়াও বাড়তি নিতে হচ্ছে। সেই সাথে সড়কে কমেছে যাত্রীবাহি মোটরসাকেলের সংখ্যাও! চালকরাও পড়েছেন বিপদে! কেননা বেশির ভাগেরই জীবিকার একমাত্র মাধ্যম হলো মোটরসাইকেল। তাই রাস্তায় আয় না হলে কিভাবে সংসার চালাবে তা নিয়েও দুঃশ্চিন্তায় রয়েছেন তারা!

বাড়াতি ভাড়ার ব্যাপারে কথা হয় মোটরসাইকেল যাত্রী মোঃ করিম আলীর সাথে। তিনি জানান, সাপ্তাহিক শনিবার উপজেলা সদরের মানিকছড়ি বাজারে বাজার করতে মোটরসাইকেলে উঠে বাজারে আসি। কিন্তু নামতেই ৩০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে বললেন চালক! অবাক হয়ে তাকিয়ে বললাম কেন? তিনি বললেন তেলের দাম বাড়ছে! তাই ভাড়াও বৃদ্ধি পেয়েছে। তিনটহরী বাজার থেকে মহামুনি বাজারে প্রতিদিন আসা-যাওয়া করা নুরু জানান, আজকে ১০ টাকার ভাড়া আমাকে ২০ টাকা দিতে হয়েছে!

বাটনাতলী-মানিকছড়ি সড়কের মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের ভাড়াও বাড়াতে হয়েছে। গতরাতে তেল কিনতে হয়েছে ৯০টাকায় যা সকালে ১৩৫টাকা! তো আমাদের কি করার আছে। তারা চাইলে আগের কিনা তেল গুলো আগের দামে বিক্রি করতে পারতো। আর নতুন করে কিনা তেরে দাম বর্তমান মূল্যে বিক্রি করতো।

যেহেতু মানিকছড়ি উপজেলার বেশির ভাগ সড়কেই চলাচলের মাধ্যম মোটরসাইকেল। আর তাই উপজেলা বাটনাতলী, ডাইনছড়ি, ছুদুরখীল, যোগ্যাছোলা, গাড়ীটানা, চেংগুছাড়া, সেম্প্রুপাড়া, এয়াতালং পাড়াসহ এলাকা ভেদে ২০-৫০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোথাও কোথাও ২০ টাকার ভাড়া ৪০টাকা, আবার ৩০ টাকার ভাড়া ৪০ কিংবা ৫০ টাকা করা হয়েছে। আবার ৪০টাকার ভাড়া ৬০ টাকা করা হয়েছে! যার ফলে সকলের মাঝে এক ধরণের অসন্তোষ বিরাজ করছে! তবে কবে আবার স্বাভাবিক দামে বিক্রি হবে জ্বালানি তেল সেটি এখন দেখার বিষয়!

তবে তেল বিক্রেতা অনেকেই সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে ৮৯ টাকার অকটেক ১৩৫টাকায়, ৮০ টাকার ডিজেল ১১৪ টাকায়, ৮০টাকার কেরোসিন ১১৪ টাকায় বিক্রি করছেন। তবে পূর্বের কিনা তেল কম দামে বিক্রি করতে পারতেন এমন প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন, আজ থেকে যেহেতু তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাই সরকারিভাবে নির্ধারিত দামেই বিক্রি করছেন মর্মে তারা জানিয়েছেন।