[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের সেনা রিজিয়নের উদ্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩৫

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের সেনা রিজিয়নের উদ্যেগে ৭ টি উপজেলায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের অডিটেরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি পিএসসি।

এসময় জেলা জোনের আয়োজনের প্রতিযোগিতায় সাতটি উপজেলায় ৪৮ টি বিভিন্ন পর্যায়ের স্কুল ও কলেজের ৩৮৭ জন কিশোর এবং ৩৬১ জন কিশোরীসহ সর্বমোট ৭৪৮ জন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এছাড়াও একই দিনে আলীকদম , রুমা , নাইক্ষ্যংছড়ি ও থানচি বলিপাড়া জোনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, সমাজে সুন্দরভাবে বেড়ে ওঠতে নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে হবে । পড়ালেখা পাশাপাশি বই , পত্রিকা , ম্যাগাজিনসহ বিভিন্ন কবি লেখা গল্পনাট্যগুলো দিকে মনোযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীর প্রতি আহব্বান জানান।

অনুষ্ঠানে সদর জোন কমান্ডার , অধ্যক্ষ , ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীরসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।