রাজস্থলীতে শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবর্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় শেখ কামাল এর জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও ডাঃ রুইহলাঅং মারমা, ২ নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের ২৬ বছর জীবনের দেশ প্রেম, জীবনযাপন ও আদর্শ তুলে ধরেন।