রাঙ্গামাটিতে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে শেখ কামালের ৭৩ তম জন্মবাষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ কামাল উদ্দন, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিকুল কবির, রাঙ্গামাটি রোবার স্কাউট এর সাধারণ সম্পাদক নিরুল আবসার, জেলা মৎস্য কর্মকর্তা শিবাস চন্দ্র চন্দসহ আরো অনেকে।
বক্তারা বীর মুক্তিযোদ্বা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মহান মুক্তিযুদ্ধে ভূমিকা ছিলো অপরিসীম। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নিজের অসামান্য মেধা ও কর্মক্ষমতা নিয়ে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েন শেখ কামাল। বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্তপ্রতীক শহীদ শেখ কামালের হাত ধরে বাংলাদশের ক্রীড়াঙ্গন নতুন যুগে প্রবেশ করে এবং সফলতা লাভ করে। তার এই অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা তার পরিবরবর্গ সহ ওই সময়ে যারা শহীদ হয়েছেন সবার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভা শেষে শেখ কামালের জন্মবাষিকী উপলক্ষে যুব সমাজ ও স্বেচ্ছা সেবী সংগঠনের মধ্যে চেক বিতরণ করা হয়।