আলীকদমে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের আয়োজনে কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দীন সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান,উপজেলা মহিলা আওয়ামী লীগে সাবেক সভানেত্রীর এনুচা মার্মা ও উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।