দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুস সমাদকে উপজেলা প্রশাসন পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরফাতুল আলম জেলা প্রশাসকের পক্ষথেকে কবাখালী ইউনিয়নের ৭নং ওযার্ড‘র উত্তর মিলনপুর এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুস সমাদের বাড়িতে গিয়ে ৭হাজার ৫শত টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,কবাখালী ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম, কবাখালী ইউনিয়ন সচিব দীসকন চাকমা । উল্লেখ্য যে গত মাসের ২৫জুলাই রান্নাঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।