অনিয়ম ও অব্যবস্থাপনার বেড়াজাল ভেঙ্গে গুনগত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি এর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসিজি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উত্তম খীসা জেলা শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, যে গুনগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে একটি কার্যকর সমন্বয় থাকা জরুরি। তিনি বলেন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রথা ভেঙ্গে গুনগত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। নবগঠিত এসিজি’র সমন্বয়ক আবু জাহেদ বলেন যে, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সেতুবন্ধন তৈরিতে এসিজি কাজ করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান বলেন, যে সনাক তথা টিআইবি স্থানীয় পর্যায়ে সুশীল সমাজ, নাগরিক সমাজ ও যুব সমাজকে একত্রিত করে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এসিজি সদস্যগন সনাক-টিআইবি’র নির্দেশনা মতো অত্র বিদ্যালয়ের শিক্ষা সেবার মানোন্নয়নে কাজ কবরে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরিয়া কোঅর্ডিনেটর এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মধুমঙ্গল চাকমা, সহযোগি অধ্যাপক (অবঃ), খাগড়াছড়ি সরকারি কলেজ, লেখক অংসুই মারমা, অবসরপ্রাপ্ত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া, ইয়েস সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।