কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৩ আগস্ট) সকালে উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ, যৌতুক, মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ হারুন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির,উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিতি ছিলেন।