সারাদেশে বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
সারাদেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সমাবেশে বক্তারা বলেন, ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় পালানোর পথ পাবেন না। সরকারের সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশে এখন নাই নাই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, গ্যাস নাই, আর দ্রব্যমূল্যের উধ্র্বগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। মানুষের ঘরে এখন খাবার নাই। অথচ সরকার সব কিছু লুকোচুরি করছে। দেশের প্রকৃত অবস্থা আড়াল করার জন্য নানান কূটকৌশলে আশ্রয় নিচ্ছে। কিন্তু দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার বন্ধ হচ্ছে না। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।