বান্দরবানে উপজেলার ছাত্রলীগের কমিটি : সভাপতি- হ্লামংথুই, সাধারণ সম্পাদক- রফিকুল
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান সদর উপজেলার শাখার কমিটি সম্পন্ন হয়েছে। কমিটিতে সভাপতি পদে হ্লামংনু মারমা (হ্লাগ্য) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিয়াম পদে নির্বাচিত হয়েছে।
রবিবার (৩১জুলাই) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সিংমংউ মারমা, চসিংমং মারমা , মামুন চৌধুরী, যুগ্ন সম্পাদক পদে মোহাম্মদ রানা, এমেমসি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে থুই মংসিং মারমা ও জহিদুল ইসলাম সহ মোট ৯ জনের বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের দেওয়া তথ্য মতে, গেল ২৮ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উপজেলার ছাত্রলীগের সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ মোট ৭জন প্রার্থীর ছিল। পরে ভোটের মাধ্যমে এক বছরের আংশিক কমিটিতে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে মোট দুইজন নির্বাচিত হন।
বাংলাদেশ জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতা নেওয়া হয়েছে। তাদের বায়োডাটা যাছাই বাছাই করে সকলের সিদ্ধান্তের মাধ্যমে নব নির্বাচিতরা নেতৃত্বে এসেছেন। তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যারা ভাল কাজ করবে সেই কর্মীদের বান্দরবান জেলা ছাত্রলীগের সংগঠিত করেছি। আশা আগামী নির্বাচনকে সামনে রেখে তারা নিজ দ্বায়িত্বকে ভূমিকা পালন করবেন।