পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৬৪
পাহাড়ে এত্ত এত্ত লোহালংকড় পয়দা হইতেছে কোত্থেকে, তলে তলে সাম্প্রদায়িকতা মাথাচারা দিতাছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৬৪ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় লইয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, স্বপ্নদ্রষ্টা, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখিয়া পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্য, নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া দৌঁড়াইতেছে। বহুতে বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া দাদু-দিদিগোরে পরপারে দিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাতগোর দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গে যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….
মা’জননীগো পাহাড়েতো তলে তলে বহুত লাট্টালাট্টি চলিতেছে। আইজ এক কোনায় হইলে পরের দিন আরেক কোনায় লাশের গন্ধ ছড়াইতেছে। অসহায় দাদু-দিদিরা বয়ান করিতেছে যেই পুরিস্থিতি তাহাতে মরিচাধরা যন্ত্রও ঘষামাজা চলিতেছে। ছয় পার্টির ছয় রকুমের অত্যাচারে খালি কলিজাতে দাগ লাগাইয়াই যাইতেছে। বিজ্ঞ দাদুরাতো লালনের মতন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কুইশান করিতেছে। পাগাড়ে শান্তি-উন্নয়নে বছর ওয়ারী হাজারো কুটি টাকা বরাদ্দ হইতেছে তয় খুনখারাবিতো হ¹লেরে বিমর্ষ করিতেছে। পাহাড়ে এত্ত এত্ত লোহালংকড় পয়দা হইতেছে কোত্থেকে। আমাগো কবি হক দাদু কহিলো লাট্টালাট্টির মাঝপথে ইউপিডিএফ’র নুতন ফরমায়েশ মনে হইতেছে দাদু-দিদিরা গর্তে পড়িয়াছে অবস্থা। পাহাড় লইয়া চরম চক্রান্ত চলিতেছে, তয় আমামীলীগের তেলামাথার নেতা এক দাদু কহিলো পাহাড়ের হ¹ল পুরিস্থিতি আপুনার কর্ণ পর্যন্ত যায়না গেলেও নাকি ওলট-পালট, যাউ¹া হেইসব কথা। সাম্প্রদায়িক হামলা, খুন, গুম, অপহরণ ঘটিয়া যাওয়া ঘটনাগুলাইনের আইনসিদ্ধ টান দেন। পাহাড় শাসনের বিধি-ব্যবস্থায় কঠোর হন, না হইলে লোহালংকর বাড়িতে থাকিবে।
মা’রে মাদার ডিস্ট্রিক্টের আমামীলীগের বহুত নেতা-নেত্রীতো নিজেগোর মতনই নাও বানাইতেছে, লগে মাঝি-মাল্লাও। তয় শুক্রবারে এক মাঝির ঘরে হইলেও শনিবারে আরেক মাঝির ওই অবস্থা। উন্নয়ন কাইজ কামেও ভাগভাটোয়ারা কয়েক ভাগ, মাতব্ব দাদুর বক্তব্যওতো উল্টো। এই ভাগ-যোগের তালে পড়িয়া অসহায় বহুতের ভাগেতো ডেক পাহাড়াদাররাও পকেট কাটিতেছে। দাদু-দিদিগোর উন্নয়নের টাকাকড়ি মারিয়া দিয়া বহুতে কুটি কুটি টাকার সম্পদের মালিক। এত্ত উন্নয়ন হইতেছে কুইশান হইলো ডিজিটাল সাইডে হেইসবের তালিকাতো নাই। তয় তিন জেলা পুরষিদের পুরিচালনায় অতীত বর্তমানের চেয়ারমন, মেম্বর, নাইটগার্ড হইতে চীফ গার্ড পর্যন্ত হ¹লের সম্পদের হিসাবের তালিকা টান দেন, দেখিবেন কারো থাকিয়া ফকির কারো না থাকিয়া মোড়ল অবস্থা। আবছার দাদু কহিলো কাঁটালও পাকনের আগেই লাত্থি মারিতেছে অবস্থা। বান্দরবন পাহাড়ের উন্নয়নে চির ধরাইতে তলে তলে কাঠটোঁকড়াও বানাইতেছে। একতে মাদকের নানান কিচিমের চালক পালক তার মইধ্যে নিজের ঘরের ইঁন্দুরও বেড়া কাটিতেছে। তাইনের অধীন দায়িত্বপ্রাপ্তরা মুন্ত্রীর আদেশ অনুরোধের দাম দেয় না। হেই পাহাড়েও দফায় দফায় হত্যাকান্ড ভীতির সৃষ্ট হইতেছে। দলের ত্যাগী বহুতে ফরমায়েশ করিয়াছে মুন্ত্রী বীর দাদুরে কঠোর হইতে। আমাগো এমপি কূজেন দাদুর পর্বতেরও খোঁজ রাখিবেন। হেইখানেও আমামীলীগের বহুতে কূল ঠিক না করিয়া উজানে বাইতেছে। তিন পর্বতের উন্নয়নে জুন আসিলেই পাহাড়ের বহুত নেতা-কর্তা জুনি পোকারমতন পিছনেই লাইট জ্বালাইয়া সামনের ভাবি প্রকল্পের নাম বানাইয়া লুটের পথ-মতে সীল মারিতেছে।
মা’জননীগো,বাঁচিয়া থাকনের তাগিদে দেশের-দশের দাদু-দিদিরা নিজেগোর মতনই চলিতেছে। জিনিসপত্রের গায়ে যেইভাবে দামের সীল মারা হইতেছে তাহাতে হ¹লের কপাল পুড়িতেছে। হোটেল রেস্তঁরায় ইচ্ছে মতন বাসী খাবারের পসরা, প্রশাসনের দায়িত্বপালনে অলসতা। ঔষুধপত্রের দামে দেশের বহুত দাদু-দিদি চিকিৎসা বঞ্চিত হইতেছে। বরিশালে প্রাথমিক শিক্ষক বিশ্বাসের পৈত্রিক সম্পদ দখল করিয়াছে ইউনিয়ন আমামীলীগের সভাপুতি। ১২সালে দর্জি বিশ্বজিৎ হত্যা ঘটনায় জড়িতদের মৃত্যুদন্ড নিশ্চিত করনের দরকার। দালালালের খপ্পড়ে পদ্মাসেতু নির্ভর যানবাহনের মালিক-চালক। ভুয়া ভিসায় বিদেশ যাত্রা দালাল কামাল চক্রের পকেটে অসহায়গোর তিন কুটি টাকা। আমার বাজারে লক্ষ লক্ষ গ্রাহকের টাকা লুট। জ্বালানি সংকটে সতর্ক তয় বেপরোয়া এসি’র বিরুদ্ধে চরমপত্র চালাইতে হইবে। প্রকৌশলী সুব্রত হত্যার তথ্যপথ্য উদঘাটনে নানান শ্রেণীর গুরিন্দা দেন। বাংলাদেশ হয়ে ভারতের মেঘালয়ে জ্বালানি কেমুন কেমুন মনে হইতেছে। বেবিচক কর্তা খালেক কানাডায় পলাতক ফাটা কপাইল্লাগোর কপাল ফাটিতেছেই। নারী হত্যা-ধর্ষণ, নির্যাতন বন্ধ হইতেছে না।
মা’গো নির্বাচন যতই কাছে আসিতেছে ততই পুরিস্থিতি ঘোলাটে হইতেছে। সিইসি’র বেফাঁস বক্তব্য রাজনৈতিক দলগোর মাঝে হাঁসফাঁস বাড়াইয়া দিবে। সকালে এক হইলে বিকালে আরেক আবার পরের দিন ক্ষমা চাহে। তাইনেতো জাতিরে কি বিভ্রান্তির পথে নামাইতেছে। তারমইধ্যে বিদেশীগোর নাক গলানো। তলে তলে সাম্প্রদায়িকতা মাথাচারা দিতাছে। উন্নয়নের মহাসড়কে যাইয়া দেশের হ¹ল ভাবমুর্তী ক্ষুন্ন করনের পিছনে কারা জাতির সামনে দাঁড় করাইয়া দেন। আঁকাবাকা সোজা করিতে দলের গ্রাম পর্যায় কমিটি পর্যন্ত হাতুরি চালাইতে আদেশ করেন। ঘরের ইঁন্দুরের কারনে দেশের বহুতস্থানে বহিরাগতরা ভারি হইয়াছে। হ¹ল কোনায় চিরুনী অভিযান চালান। সম্ভু দাদু কহিলো রাজধানীর কিশোর গ্যাংকতো ভয়ংকর হইয়াছে। জিকেজির সাইফুল-সাবরিনার ১১ বছরের দন্ড বাকিরাও ঝাঁকুনি খাইয়াছে, তয় কোন ছাড় নয়গো ‘মা’। দূর্নীতির লাগাম টানিতে আরো কঠিন হন। আপুনি জাতিরে বাঁচাইতে দিবা-রাইত সজাগ থাকিলেও মানব সেবার লাইসেন্স লইয়া যারা অধিকার হনন করিয়াছে তাগো শাস্তিতো নিশ্চিত করিতেই হইবে।
মা’গো চাঁটগায় চবিতে যৌন নিপীড়ণ, নির্যাতন ঘটনাতো চুইংগামের মতন লম্বা হইতেছে। টানা ঘটনা লইয়া ছাত্রত্বও হারাইতেছে জড়িতরা। তয় ঘটনা জড়িতদের দ্রুত আইনে সাজা নিশ্চিত করিতে আদেশ করিবেন। মাদক ইয়াবা, আইস লগে জাল নোট চাঁটগবাসীরে চুষিয়া খাইতেছে। বন্দর, কর, ফাঁকি দিয়া মাদকের চোরা চালান, কিশোর যুবক গ্যাংক চরমে পৌঁছাইয়াছে। আমামীলীগের নেতা পরিচয়ে গ্লোরি মাল্টিপারপার্সের মোঃ ঈসা হ¹ল অসহায়গোরে ফাঁসিয়ে আট কুটি টাকা লইয়া লাপাত্তা হইয়াছে। হাসপাতালে কুটি কুটি টাকা লুট। মেয়র দাদুর দোষাদুষি বাদ দিয়া খাল বিল নদী নালা উদ্ধারে জোর দিতে আদেশ করিবেন।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে। এমনিতে মানব সৃষ্ট অত্যাচার,নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন, হ¹লরে ভালা রাখিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ৩১জুলাই, ২০২২ খ্রীঃ