[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

৪৫

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবান রোয়াংছড়ি উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের ৪ টি ইউনিয়নের কমিতির সদস্যদের পরিচিতি সভা ও বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ রোয়াংছড়ি উপজেলা কমিটির উদ্যোগে বার্ষিক সম্মেলনের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উমংনু মারমা সঞ্চালনায় সভাপতি অংসিংউ মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবর্ত্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উদ্বোধক ছিলেন বান্দরবান জেলা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, পৌরসভা কাউন্সিলর অজিত কুমার দাশ, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সহ সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান মেহ্ণাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মংখিসাই মারমা, যুবলীগের সভাপতি পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অংমাচিং মারমা, সাধারণ সম্পাদিকা মাউসাং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা।

এতে রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের বাষির্ক সম্মেলনে চার ইউনিয়নের কমিটির গঠন করে দেওয়ার হয়। রোয়াংছড়ি ইউনিয়ন ছাত্রলীগের ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে। ৫ বিশিষ্ট সদস্য নিয়ে কমিটির গঠনের সভাপতি পদে উবাপ্রু মারমা, সহ সভাপতি শাংতেই বম, সাধারণ সম্পাদক শুভ তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক উটিংনু মারমা, সাংগঠনিক সম্পাদক প্রবাশীষ ত্রিপুরা। ২নং তারাছা ইউনিয়নের সভাপতি সিংথোয়াইনু মারমা, সহ সভাপতি অভিজিৎ ত্রিপুরা, সাধারণ সম্পাদক গ্রোগরি মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক হ্লামংশে মারমা, সাংগঠনিক সম্পাদক মংহ্লাসিং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের সভাপতি সজীব রঞ্জন তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি চিংক্যসাইং মারমা, সাধারণ সম্পাদক উছাইঅং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ধনজয় ত্রিপুরা। ৪নং নোয়াপতং ইউনিয়নের সভাপতি ক্যওয়ং মারমা, সহ সভাপতি অংসাই মারমা, সাধারণ সম্পাদক অংসাইনু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক উঅংসাই মারমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা।

প্রধান অতিথি ইসলাম বেবি বলেন আগামী জাতীয় সংসদ নিবার্চনে ছাত্রলীগের ভূমিকা পালন করবে। নিবার্চনের জয় এনে দিবে ৭ম বারের মত ৩০০ নং আসনে মন্ত্রী বীর বাহাদুর কে জয় লাভ করে দিবে।

এতে আরো বান্দরবান জেলার মহিলা যুব লীগের সভানেত্রী সাচিংপ্রু মারমা নেতৃত্বে নতুন কমিটির গঠন করা হয়েছে। বাংলাদেশ মহিলা যুব লীগ রোয়াংছড়ি উপজেলা শাখার তিন বিশিষ্ট সদস্যকে গঠন করা হয়েছে। সভানেত্রী ক্রইচিংপ্রু মারমা, সাধারণ সম্পাদক ক্যাইয়ি মারমা, সাংগঠনিক সম্পাদিকা থুইসাংপ্রু মারমা।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ রোয়াংছড়ি উপজেলা ছাত্রীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসিংউ মারমাকে পরিপূর্ণ সভাপতি ঘোষণা করেন।

এতে ৩০০ জনের ছাত্রলীগের নেতাকর্মী ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।