[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে ২৭৬জন সহকারি শিক্ষক মাঝে নিয়োগপত্র প্রদান....

বর্তমান সরকারের আমলেই শিক্ষার প্রসার হয়েছে- বীর বাহাদুর উশৈসিং

৪১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব ,আর এই সরকারের আমলেই শিক্ষার প্রসার হয়েছে ।

শনিবার (৩০জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতাধীন সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ২৭৬ জন সহকারি শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন পার্বত্য মন্ত্রী ।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে বলে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার । আর দেশের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের পাঠদান দেওয়ার প্রতি আন্তরিক হওয়া এবং দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী ।

নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, কোন প্রার্থী থেকে আমি বা আমার নিয়োগ পরীক্ষা বোর্ডের কোন সদস্য কোন ধরনের অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করিনি।

এসময় চেয়ারম্যান আরো বলেন, নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে দুষ্টলোকের খপ্পরে পড়ে কেউ কেউ আমাদের নামে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ।

কোন দুষ্ট চক্রান্তের সাথে কোন প্রার্থীকে যোগাযোগ না করা এবং নিয়োগপত্র গ্রহণ করে সরকারিভাবে ডোপ টেস্ট শেষে রিপোর্ট এবং যাবতীয় কাগজপত্র শিক্ষা অফিসে জমা করে স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার জন্য নির্দেশ দেন চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,ফাতেমা পারুল,ক্যাসা প্রু, জেলা মৎস্য কর্মকর্তা অভিজীৎ শীল, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল ইসলামসহ নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।