বঙ্গবন্ধু জেলা দাবা লীগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানিকছড়ি উপজেলার আদর্শ যুব সংঘ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা দাবা টুর্ণামেন্ট -২১ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলার ‘আদর্শ যুব সংঘ’।
খাগড়াছড়ি জেলা পুলিশের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৮-৩০ জুলাই শুরু হয় বঙ্গবন্ধু জেলা দাবা টুর্নামেন্ট-২১। এতে জেলার ৮টি দল ( প্রতিদলে ৬জনের তালিকায় থাকলেও ৪জন খেলে) লীগ পদ্ধতির খেলায় একে অপরের মুখোমুখি হয়। প্রতিটি খেলায় মানিকছড়ি উপজেলার আদর্শ যুব সংঘ’র দাবারুরা অপরাজিত থেকে ফাইনালে উত্তীর্ণ হয়ে শনিবার ৩০ জুলাই পাবলাখালি একাদশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দখলে রেখে টুর্নামেন্ট হয়।
শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। আদর্শ যুব সংঘ’র টীম ম্যানাজার মো. রেজাউল খান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমূখ।
চ্যাম্পিয়ন মানিকছড়ি উপজেলার আদর্শ যুব সংঘ’কে ২০ হাজার টাকা ও রানার্স আপ পাবলাখালি যুব সংঘকে ১৫ হাজার টাকা ও ট্রপি দেন অতিথিরা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলা নির্বাচিত হয়েছেন মানিকছড়ির আদর্শ যুব সংঘ’র খেলোয়াড় মোঃ বজলুর রহমান।