মানিকছড়ির বাজার ব্যবসায়ীদের বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে জরুরী সভা করেছে ইউএনও
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর ঔষধ ও খাবারের দোকানসহ নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের দোকাক পাট বন্ধ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দদের সাথে জরুরী সভা করেছে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলাধীন বিভিন্ন হাটবাজার পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট বাজার কমিটির নেতাদের সাথে এক সভা অনুষ্টিত হয়েছে। এতে দেশব্যাপি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর নির্দেশিত দোকানপাট বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
এ সময় আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিয়া উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, থানা পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) মোঃ নাজমুল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম হোসেন, তিনটহরী গুচ্ছগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌহিদুল, ডাইনছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নেয়াজ আলী, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হামিদ, বাটনাতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর নবী পাটোয়ারী, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।