খাগড়াছড়িতে পার্বত্য নারী সন্মেলনে বক্তারা
‘পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিতের দাবি’
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
‘পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে ১১তম পার্বত্য নারী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮জুলাই) সকালে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উইমেন রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নারীরা নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারলে, কোন আইন প্রয়োগ করে কিংবা আন্দোলন করে সুফল পাবে না। নারীরা আজ পিছিয়ে নেই। অতীতের তুলনায় নারীরা বর্তমানে সবচেয়ে বেশি সচেতন।
প্রধান অতিথি আরো বলেন, টেকসই লক্ষ্যমাত্রার উন্নয়নে অগ্রসর হচ্ছে বর্তমান সরকার। সরকারের উন্নয়নের মূলস্রোতের সাথে নারীরাও এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে যোগ্যতার সাথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটির চাকমা সার্কেলের প্রধান ব্যারিষ্টার দেবাশীষ রায়। এসময় তিনি বলেন, নারীদের নায্য অধিকারে নায্যমত গড়ে তুলতে হবে। পাহাড়ের তিন জেলা প্রশাসক (ডিসি) কে উত্তরাধিকারি সনদ দেওয়ার ক্ষেত্রে বসতে আলোচনা করার আহবান জানান তিনি।
সম্মেলনের উদ্বোধক ছিলেন খাগড়াছড়ির মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও উইমেন রিসোর্স নেটওয়ার্কের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন রিসোর্স নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী ও সাংবাদিক চিংমেপ্রু মারমা। সম্মেলনে নারীদের অধিকার নিয়ে ৮দাবি নামা তুলে ধরা হয়।
সম্মেলনে উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী এডভোকেট সুষ্মিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মোঃ আলিমউল্লাহ, সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাম্বী মৌজার (বোমাং রাজার প্রতিনিধি) হেডম্যান টিমংপ্রু মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, সিএইচটি হেডম্যান নারী এসোসিয়েশনের আহবায়ক জয়া ত্রিপুরা।
সম্মেলনে বক্তারা, পার্বত্য জেলা পরিষদে নারী প্রতিনিধি নিশ্চিত, নারী শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত, আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচি গ্রহণ, মানবাধিকার নিশ্চিত, প্রথাগত শাসন ব্যবস্থায় নারী প্রতিনিধি নিশ্চিত এবং নারী নীতিমালায় নারীদের অধিকার অর্ন্তভুক্তকরণের দাবি জানান।
সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমা, জেলা কার্বারী এসোসিয়েশেনের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা ও সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমাসহ তিন পার্বত্য জেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ।