[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে আন্তঃ ব্যাটেলিয়ন সাঁতার প্রতিযোগিতায় ১১ বিজিবি চ্যাম্পিয়ন

৩৬

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কক্সবাজার রিজিয়ন আন্তঃ ব্যাটেলিয়ন সাঁতার প্রতিযোগিতা-২০২২ ইং এর ফাইনাল খেলা (মঙ্গলবার) ২৬ জুলাই নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সদর দপ্তরের পুকুরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু এবং নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিমসহ অধিনস্থ ব্যাটেলিয়ন হতে আগত অধিনায়কবৃন্দ, অন্যান্য অফিসার্সবৃন্দ, জেসিও’ অন্যান্য পদবীর বিজিবির কর্মকর্তা এবং অসামরিক কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বিজিবি কক্সবাজারের রিজিয়ন কমান্ডার নাজম-উস-সাকিব কর্তৃক সাঁতার প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সাতারুদের পুরষ্কার বিতরণ করেন। উক্ত প্রতিযোগীতায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ৬ টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। আলীকদম ৫৭ বিজিবি ৪টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

এ প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বর্ডার গার্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিজিবি’র ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

এরই ধারাবাহিতকতায় কক্সবাজার রিজিয়ন এর অধীনস্থ রামু এবং বান্দরবান সেক্টরের সর্বমোট ৭টি ইউনিটের বিজিবি সদস্যগণ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশে উক্ত প্রতিযোগীতা সম্পন্ন হয়।