দীঘিনালায় লীন‘র উদ্যোগে স্কুল পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগগাছড়ি দীঘিনালা উপজেলায় এনজিও ইন্ডিগেটর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(আইডিএফ) কর্তৃক পরিচালিত লিডারশিপ টু নিউট্রিশন(লীন) প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে চিত্রাংকণ, রচনা ও বির্তক প্রতিযোগীতাসহ পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পরিচলনা করা হয়।
বুধবার (২৭জুলাই) উপজেলার মেরুং ইউনিয়ন ছোট মেরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডারশিপ টু নিউট্রিশন(লীন) প্রকল্পের আয়োজনে প্রাথমিক স্কুল পয়ার্য চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতা এবং মাধ্যামিক স্কুল পর্যায় বির্তক প্রতিযোগীতার অনুষ্ঠান করা হয়েছে।
প্রাথমিক স্কুল পর্যায়ে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজাধন মুনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চিত্রাংকণ অংশ নিয়ে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির ছাত্রী আমেসমি ফারাহ, ২য় স্থান অধিকার করেন হাজাধন মুনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির ছাত্রী অনুশ্রী চাকমা, ৩য় স্থান অধিকার করেন ছাট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির ছাত্র মো: আতিক হাসান। প্রাথমিক পযার্য় রচনা প্রতিযোগীতায় পূর্ণচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেনির ছাত্রী শ্রাবন্তি চাকমা ১ম স্থান, ২য় স্থান পূর্ণ মনি চাকমা ও হাজাধন মুনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেন। মাধ্যমিক স্কুল পযার্য় রচনা প্রতিযোগীতায় অংশ নিয়ে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার ১ম স্থান, ২য় স্থান অন্বেষা বড়ুয়া ও ৩য় স্থান অরন্য দে অর্গ। হাইস্কুল পর্যায় বির্তক প্রতিযোগীতায় অংশ নেয় ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয়। অপুষ্টি কিশোর- কিশোরীদের অন্তরায় বিষয়ে পক্ষে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা ও বিপক্ষে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা রার্নাস আপ হয়। শ্রেষ্ঠ বক্তা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী মো: আমিনুর ইসলাম নির্বাচিত হয়।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সুপারভাইজার মোঃ আব্দুলাহ আল মামুন, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার সোনমিত্র চাকমা ও সাংবাদিক মোঃ সোহেল রানা। প্রতিযোগীতা শেষে লীন এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা‘র সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, ছোট মেরুং বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, হাজাধন মুনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ারা বেগম প্রমূখ।