[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

চ্যাম্পিয়ন হওয়ায় মানিকছড়ি উপজেলা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের সংবর্ধনা

৪৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সপ্তম খাগড়াছড়ি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মানিকছড়ি উপজেলা একাদল। গত ৪ জুলাই খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ট্রাইবেকারে ৩-২ গোলে খাগড়াছড়ি সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের দায়িত্বরতদের অনন্য ভূমিকা রাখায় সংবর্ধনার আয়োজন করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থ।

বুধবার (২৭জুলাই) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলার প্রবীন ক্রীড়ামোদি মোঃ মহিউদ্দিন মুকুলসহ ক্রীড়া সংস্থার সকল সদস্য ও সংশ্লিষ্ট উপজেলা একাদশের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ক্রীড়াঙ্গণের মানোন্নয়নে ব্যাপক আলোচনা করা হয় এবং মাঠে খেলাধুলাকে ধরে রাখতে সকল খেলোয়াড়দের প্রতি আহব্বান জানানো হয়। সেই সাথে মাঠে খেলাধুলাকে ধরে রাখতে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন উপজেলা ক্রীড়া সংস্থা।

উল্লেখ্য, গত ৪ জুলাই খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ট্রাইবেকাওে ৩-২ গোলে হারিয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা একাদশকে। ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দুদলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ।