গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
গুইমারা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট শীল এর সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা আওয়ামী যুবলিগের সহ সভাপতি ইব্রাহিম মীর, ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ গুইমারা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।