আলীকদমে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই)বিকাল ৪ ঘটিকার সময় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তন আলীকদম উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,২নং চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগে সাবেক সভানেত্রী এনুচা মার্মা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।