রাজস্থলীতে ইফার উদ্যোগে মাসিক সমন্বয় সভা ও ক্লাষ্টার ট্রেনিং
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যােগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাষ্টার ট্রেনিং অনুষ্টিত হয়।
সোমবার (২৫জুলাই) সকাল ১০ ঘটিকায় রাজস্থলী উপজেলাধীন শফিপুর মাদ্রাসার হল রুমে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ নুর কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের মাষ্টার ট্রেইনার মোঃ বখতেয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মডেল ক্যায়ার-টেকার মোঃ নুরুল হক, সাধারণ কেয়ারটেকার মোঃ ইদ্রিস এবং অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মোঃ আকবর আলী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইফা বর্তমান সরকারের দিকনির্দেশনায় দ্বীন শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে ইফার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।