মানিকছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নানা পদ্ধতিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনার
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা চ্যালেঞ্জ ও সমম্ভাবনা বিষয়ক সেমিনারের আয়োজন করেছেন মানিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার (২৬জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ’র সঞ্চলনায় ও খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি উপপরিচালনক রোকেয়া বেগম’র সভাপতিত্বে সেমিনারে প্রবদ্ধা উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এসময় বক্তব্য রাখেন, সহকারি উপপরিচালক মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সূচয়ন চৌধুরী প্রমূখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে খাগড়াছড়ি জেলার উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী হলো এমন একটি নিরাপদ বেড়াজাল যার মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষ গুলোকে বিশেষ সুবিধার আওতায় আনা হয়। যার ফলে তারা সরকারি সুবিধা গুলো সরাসরি ভোগ করে থাকে। নিরাপত্তা বেষ্টনীতে নগদ অর্থ প্রদান, স্বকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ, বয়স্ক, প্রতিবন্ধী, বিধাব ও স্বামী পরিত্যক্তদের ভাতা প্রভৃতি। তবে এনালগ সিস্টেমের কারণে অনেক সময় এসব ভাতা প্রদানে নানা জটিলতা থাকলেও ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগী নিকট তার নির্ধারিত ভাতা পৌছে দেয়া হচ্ছে। যার ফলে বর্তমানে ভাতাভোগীরা হয়রানির স্বীকার হচ্ছে না। তবে বিকাশ একাউন্ট করার সময় ভাতাভোগীর নিজস্ব মোবাইল না থাকা, পাসওয়ার্ড ঘরের অন্য কারো সাতে শেয়ার করার কারণে ঘরের কেউ সে সুযোগে টাকা উত্তোলনসহ কিছু জটিলতা সৃষ্টি হলেও তা সমাধান করছে উপজেলা সমাজসেবা অফিস।
এছাড়াও ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পরিকল্পনা করে এখনও বরাদ্ধা প্রদান করা ও জাতিয় পরিচয়পত্রে বয়সের জটিলতার কারণে অনেকেই ভাতার আওতায় আসতে পারছেন না। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে বাবা-ছেলের বসয়সের ব্যবধান মাত্র দুয়েক বছর। অনেকেই এনালগ পদ্ধতিতে ভাতাভোগ করলেও ডিজিটাল পদ্ধতির আওতায় এসে বয়সের সীমাবদ্ধতার কারণে তাদের ভাতা বন্ধ করে দেয়া হয়েছে বয়সের জটিলতার কারণে। তাই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা, চ্যালেঞ্জ ও সমম্ভাবনাময় এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।