দীঘিনালায় হাঠাৎ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় হঠাৎ বৃষ্টি পাহাড়ি ঢলে একটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) পাহাড়ি বৃষ্টির পানিতে জামতলী আনসার সদর দপ্তর সংলগ্ন বসত বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ দিন ভূমি ও নির্মানাধিন বাড়িতে ঝুঁকি মুক্ত করতে ২ লক্ষ ৫০ হাজার টাকায় নির্মিত রিটার্নিং ওয়ালটি ভেঙ্গে পড়েছে। বর্তমানে পাহাড়ি ঢলে নির্মান করা নতুন বাড়িটি ঝুঁকিতে রয়েছে।
এবিষয়ে নির্মানাধিন বাড়ির মালিক শাহীনুর ইসলাম বলেন, ‘বাড়ির নিচেই অকেজো একটি ড্রেন থাকায় পাহাড়ি ঢলের পানি সরাসরি রির্টানিং ওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এতে আমার ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন আমার নির্মানাধিন বাড়িটিও ঝুঁকিতে রয়েছে।
এবিষয়ে দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম বলেন, ‘পাহাড়ি ঢলে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। এবিষয়ে ক্ষতিপূরণ চেয়ে লিখিত আবেদন করলে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করবো।’