দীঘিনালার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমকে বরন করা হয়েছে।
মঙ্গলবার(২৬জুলাই) উপজেলা সেমিনার কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম’র বরন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাই ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভাশেষে নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমকে বরন ক্রেস দিয়ে বরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।