কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন উজানছড়ি মারমা পাড়ায় নির্মানাধীন উরুওয়েলা বৌদ্ধ বিহার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার(২৬ জুলাই) উজান ছড়ি পাড়ায় এ বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০লাখ টাকা ব্যয়ে এ বিহার নির্মাণ করা হচ্ছে।
ভিত্তি প্রস্থর শেষে বিহার প্রাঙ্গনে উজানছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, দায়ক দায়িকা ও পাড়াবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
উজানছড়ি পাড়া কার্বারী ক্যহ্লাপ্রু মারমার সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য দেন উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহার সভাপতি সাথোয়াই অং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, ইউপি সদস্য সাথোয়াই মারমা, আচিংপ্রু মারমা, উক্যসাই মারমা, সংরক্ষিত মহিলা সদস্য মিনুপ্রু মারমা ও চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী।