জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নানিয়ারচরে র্যালী ও মতবিনিময় সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোঃ এরশাদ বিন শহিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ একটি জাতীয় সম্পদ- আর এই সম্পদ রক্ষা করা শুধু সরকারের নয়। সকলের মৎস্য সম্পদ রক্ষাতে সচেতন হতে হবে। সরকারি আদেশ নির্দেশ মেনে চলে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান, জাটকা সংরক্ষণ অভিযান, সমুদ্রসীমায় ৬৫ দিনের অভিযান, অভয় আশ্রমে অভিযান, বিষ দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান, বিশেষ কম্বিং অভিযান।
বক্তারা আরও বলেন, কাপ্তাই লেকে কারেন্ট জালসহ মাছের উৎপাদন ও বংশ বৃদ্ধির জন্য ক্ষতিকারক জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান করতে হবে। ক্রমাগত এ সকল অভিযানের কারণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন বহুলাংশে বন্ধ হয়েছে এবং অবৈধ ও অসাধু মৎস্য শিকারীদের দৌরাত্ম কমে গিয়েছে। মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে আজ মাছের প্রাচুর্য লক্ষ্য করা যাচ্ছে। দেশের অভ্যন্তরের আমিষের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ মৎস্য সম্পদ রক্ষা করে মৎস্য ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করা ছিল এবছরের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয়।
সভা শেষে কাপ্তাই লেকের পানিতে পোনামাছ অবমুক্ত করা হয়।