কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সসমাপ্ত হয়েছে। সোমবার(২৫ জুলাই) কাপ্তাই উপজেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে উপজেলার ৫ টি ইউনিয়নের ৬০ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করে।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস, আশিকা ও টংগ্যার আয়োজনে প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতিত্বে করেন ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান ও ইউএনডিপির প্রশিক্ষণ পোলের প্রশিক্ষক থোয়াই অং মারমা।
টংগ্যা এনজিও সংস্থার কাপ্তাই উপজেলা কমিউনিটি মবিলাইজার মংচাই মারমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, বাংলাদেশের সংবিধানে জনগণকে আইনের অধিকার দিয়েছে। জনগণ যেকোনো সময় যেকোন বিষয়ে তাঁর অধিকার আদায়ের জন্য সংবিধানের দারস্থ হতে পারে। আমাদের অনেক মামলা আছে, তাই কিছু কিছু মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার জট কমে যাবে। এবং গ্রাম আদালত আরোও সংক্রিয় হবে। সে ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে।
২ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন ১১৯ নং হরিণছড়া ভাইজ্যাতলীর হেডম্যান ও ইউএনডিপির প্রশিক্ষণ পোলের প্রশিক্ষক থোয়াই অং মারমা ও এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা।