[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

‘সাপ্তাহিক পাহাড়ের সময়’

১৫৯

॥ মোঃ সিরাজুল হক (সিরাজ) ॥

সত্যের সন্ধানে অবিরাম,
দিবা-নিশি চলছে সংগ্রাম।

দূর্গম বনানীর চার দিক,
খবরের এক সাপ্তাহিক।

অপোষহীন দূর্বার দূর্জয়,
সাপ্তাহিক পাহাড়ের সময়।

সাম্যের ধারাতে চিক্ চিক্,
সম্প্রীতির জয় গানে নির্ভীক।

সাধারণ জনতা নির্ভর,
অরণ্যের শান্তিতে বাতিঘর।

অন্যায়ের কাছে নির্দয়,
সাপ্তাহিক পাহাড়ের সময়।

সময়ের সেরা কথা,
মানুষের দুঃখ ব্যাথা।

সন্ত্রাস অবিচার জঙ্গীবাদ,

ইশারাতে হচ্ছে কপোকাত।
গহীন অন্ধকারে নির্ভয়,

সাপ্তাহিক পাহাড়ের সময় ॥