মানিকছড়ি রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডিতে ব্লাড গ্রুপ সংযোজন এর লক্ষে রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’র (এমবিডিএ) সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে রক্ষের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন এমবিডিএ সদস্যরা। এ সময় বিদ্যালয়ের প্রায় ২শ শিক্ষার্থীর রক্ষের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন, মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন’র (এমবিডিএ) এডমিন মোঃ তাজুল ইসলাম, মোঃ জাকারিয়া, মোঃ মাইন উদ্দীন রাফি, সদস্য আলমগীর হোসেন, কামরুল, সাইফুল, আকলিমা, রিমন, রবিউল, দেলোয়ার, মোঃ ইসমাইল ও আবু মুছা।
এ সময় এডমিন তাজুল ইসমলাম বলেন, উপজেলায় বিভিন্ন সময়ে ও একাধিক স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করে আসছি আমরা (এমবিডিএ)। তারই ধারাবাহিকতায় ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডিতে ব্লাড গ্রুপ সংযোজন এর লক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরামর্শক্রমে আমাদের আজকের এই কর্মসূচি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও তাদের হয়রানির কথা ভেবে বিদ্যালয়ের শিক্ষখরা যে এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন সে জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে এমন কার্যক্রমে সহযোগিতা করতে পেরে আমরা এমবিডিএ পরিবার গর্বিত মনে করছি। আগামীতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমা বলেন, ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডিতে ব্লাড গ্রুপ সংযোজন করায় শিক্ষাথী ও অভিভাবকদের বিরম্বনা থেকে মুক্তি দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেননা অনেক অভিভাবক রয়েছে, তারা জানেনা কিভাবে কি করতে হবে। অনেক শিক্ষার্থীর পরিবার সচেতন হওয়া তারা রক্তের গ্রুপ নির্ণয় করেতে পারলেও বেশির ভাগই পারেনি। তাই আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এমবিডিএ’র সহযোগিতা নিয়ে আজকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে বাস্তাবায়ন করতে পেরেছি। তাই সংশ্লিষ্ট এমবিডিএ’র সকল সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকদেরও আন্তরিক ধন্যবাদ জানাই।