[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র‌্যালি, উদ্বোধনী ও আলোচন সভা অনুষ্ঠিত

৪৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপি ২৩-২৯ জুলাই পর্যন্ত পালিত হচ্ছে সপ্তাহব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’। তারই অংশ হিসেবে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় সড়ক র‌্যালি শেষে উপজেলা টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ফিল্ড অফিসার মিলন কৃষ্ণ চাকমা’র সঞ্চালনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা. রণী কুমার দে, সমবায় অফিসার মোঃ আইয়ুবুর রহমান, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত ও সমাদৃত। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালে দেশে মাছের উৎপাদন দাঁড়াবে ৯০ লাখ মেট্রিক টন। নদ-নদী ও হাওড় বিলে দেশীয় মাছের পোনা অবমুক্তি ও অভয়াশ্রম প্রতিষ্ঠার মাধ্যমেও বিপন্ন প্রজাতির মাছ সুরক্ষায় মৎস্য অধিদপ্তর কাজ করছে। এছাড়াও স্থানীয় ভাবে মৎস্যচাষী সৃষ্টি ও মৎস্যচাষাবাদের সাথে জড়িতদের নানা পরামর্শ প্রদান করে সফল মৎস্যচাষী হিসেবে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে আসছে উপজেলা মৎস অধিদপ্তর। আলোচনা শেষে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সফল মৎসচাষীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।