[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজের পাঁচদিন পর এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

৮৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজের পাঁচদিন পর এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিকের (মদ কারখানা) পরিত্যাক্ত কক্ষ থেকে বিবি খোদেজা বেগম (৫৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। সে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টু রাম গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী।

খোদেজার বড় ছেলে নুরুল ইসলাম জানান, গত ২০ জুলাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে ঘরে মাকে না পেয়ে সারাদিন আত্নীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও কোথাও তার কোনো সন্ধান না পেয়ে ২১ জুলাই রামগড় থানায় নিখোঁজ ডাইরি (যার ডাইরি নং-৭৬৯) করি। আজ রবিবার (২৪জুলাই) সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুর্গন্ধের সূত্র ধরে রাইস টনিকের (মদ ফেক্টরি) পরিত্যাক্ত একটি রুমে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলেও তিনি জানান।