[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

১২০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে শুরু করে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে মাছ চাষের জন্য উপযুক্ত জায়গা রয়েছে। এ সব জায়গায় সঠিক পদ্ধতিতে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে। বেশি বেশি করে মাছ চাষ করতে হবে। মাছ চাষের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বেকার যুবকদের মাছ চাষে উদ্বুদ্ধ করে প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাছ চাষের প্রশিক্ষণে শিক্ষিত করে গড়ে তুলতে সংশ্লিষ্ট মৎস্য বিভাগকে অনুরোধ জানান।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মৎস্য সপ্তাহ উদযাপণ উপলক্ষে সভায় মৎস্য উৎপাদন ও মনিটরিংয়ের কার্য্যক্রম সম্পর্কে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ বলেন, পানি জলাধার বাড়লে মাছের উৎপাদন বাড়বে। তারপরেও খাগড়াছড়ি জেলায় মাছ উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। বিভিন্ন পুকুর, নদ-নদী, খাল-বিল, জলাশয়, ধানক্ষেতে মাছ চাষের সঠিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)’র সভাপতিত্বে ও জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. আবুল কালাম আজাদ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে, এইচ,এম এরশাদ, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ও হস্তান্তরিত মৎস্য বিভাগের আহবায়ক শতরূপা চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, হিরন জয় ত্রিপুরা, মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরাসহ জেলা ও উপজেলার মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্য চাষীগণ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে কার্প জাতীয় মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ খাগড়াছড়ি জেলা পানছড়ির সাঁওতাল পাড়ার আনোয়ার হোসেন, খাগড়াছড়ি সদরের নীলকান্ত পাড়ার মিল্টন চাকমা, দীঘিনালার মুসলিম পাড়ার মোঃ শাহজাহানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।ওতায় রোভিং সেমিনার