[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে বাস টার্মিনাল হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে: পার্বত্য মন্ত্রী

৩৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার পার্বত্যা অঞ্চলের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায় করছে, জনগণ এর সুফলও পাচ্ছে। বান্দরবান বাস টার্মিনালটি চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে, যানজট কমবে। এ জন্যই বাস টার্মিনালটি নতুনভাবে চালু করা হচ্ছে।

বান্দরবান বাস টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটায় টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) তত্ত্বাবধানে ছয় কোটি টাকা ব্যয়ে জেলা শহরের হাফেজঘোনায় বাস টার্মিনাল উদ্বোধন করা হয়।

একই অনুষ্ঠানে সিএইচটিডিবির তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবানস্থ রুমা বাস স্টেশন উদ্বোধন করা হয়।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, বান্দরবানের উন্নয়নে সরকার আন্তরিক। আমি চেষ্টা করি পার্বত্যা অঞ্চলের সামগ্রিক উন্নয়ন করতে।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বাস টার্মিনালটি আধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হবে। এখানে বিশ্রামাগার, চাইল্ড ফিডিং কেন্দ্র, শৌচাগার ব্যবস্থা থাকবে। তবে নির্মাণের পর টার্মিনালটি রক্ষণাবেক্ষণে পরিবহন মালিক শ্রমিক সবাইকে আন্তরিক হতে হবে।

বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস এবং জেলা আওয়ামীলীগের সহসভাপতি উজ্জ্বল কান্তি দাশ।

এর আগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস স্টেশনের নির্মাণকাজের ভিত্তি ফলক উন্মোচন করেন।

পরে বেলা ১২টায় সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বান্দরবান উপকেন্দ্রের উদ্বোধন করেন।

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুন্দর মোঃ শেখ ছাদেক, বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ কেন্দের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, যুব উন্নয়ন প্রশিক্ষক দেওয়ান আবুজর এবং সুগারক্রপ বান্দরবান উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ক্যছেন।