[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’

প্রতিকূলতার মাঝেও পাহাড়ের সময় নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি

১২১

॥ মাহমুদুল হাসান সোহাগ ॥

২০১৭ সালের ২৩ জুলাই সাপ্তাহিক পাহাড়ের সময় প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার আত্মপ্রকাশের দিন চমকিত করেছিল পাহাড়ের মানুষকে। পথচলায় পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল। রাঙ্গামাটি জেলায় বর্তমানে প্রকাশিত এটিই একমাত্র সাপ্তাহিক সংবাদপত্র। পাহাড়ের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনার খবর নিয়ে সপ্তাহের প্রতি রবিবার পাঠকের কাছে হাজির হয়। পত্রিকাটিতে পার্বত্য চট্টগ্রামের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো স্থান পায়। থাকে সম-সাময়িক বিষয় নিয়ে সম্পাদকীয়। এছাড়া সংবাদ পর্যালোচনা নিয়ে নিয়মিত কলাম থাকে। বর্তমানে সংবাদপত্রে পৃষ্ঠা ভরাটের যে চিত্র দেখা যায়, সেদিক দিয়ে ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ ব্যাতিক্রম।

প্রতি এক পক্ষে রয়েছে প্রধানমন্ত্রীর নিকট ‘পাহাড়ী দাদুর’ খোলা চিঠি, এছাড়াও প্রতি সপ্তাহে থাকে ‘চিন্তিত জেঠার নগর দর্শন’। নিয়মিত লিখছেন কবি, নাট্যকার, কলামিষ্ট মোঃ সিরাজুল হক (সিরাজ)। সব মিলিয়ে চমৎকার একটি সাপ্তাহিক। পাহাড়ের সময়ে অপ্রয়োজনীয় সংবাদ দেখা যায় না। প্রকাশের পর থেকে করোনা মহামারীর সময় ছাড়া নিয়মিত প্রকাশ অব্যাহত রয়েছে। আঞ্চলিক পত্রিকা হিসেবে এক কথায় পাহাড়ের সময় আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। ঝকঝকে ছাপা, অসাধারণ গেটআপ এবং বিষয় বৈচিত্র্যে ভরা। পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামে ব্যপক জনপ্রিয়তা পায়। একটি পত্রিকাকে কেন্দ্র করে তৈরি হয়েছে পাঠক ও লেখক সমাবেশ। সাপ্তাহিক পাহাড়ের সময় লেখক-সাংবাদিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এ পত্রিকাটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি লেখক গোষ্ঠীও। পত্রিকাটিকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে গড়ে উঠেছে নবীন লেখক ও সাংবাদিক এবং সাংবাদিক তৈরির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে সংবাদপত্রটি সফলতার স্বাক্ষর রেখে চলছে। এ পত্রিকাটি সবসময় চেষ্টা করেছে পাঠকের চাহিদা পূরণ করতে।

জন্মলগ্ন থেকে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ব পালনে সাপ্তাহিক পাহাড়ের সময় এর ভূমিকা ছিল প্রশংসনীয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোন পক্ষপাতিত্ব নয়, বরং সত্য সংবাদ তুলে ধরে। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও পাহাড়ের সময় নীতি ও আদর্শের ব্যাপারে বিচ্যুত হয়নি। সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের কাছে আপোষ করেনি। পত্রিকাটির যতগুলো সংখ্যা পাঠ করেছি তা থেকে এ সত্য উপলব্ধি করেছি। সংবাদপত্র বর্তমানে প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করেছে। ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ও তা ধারণ করে এগিয়ে যাচ্ছে। ছাপা সংস্করণের পাশাপাশি ‘অনলাইন নিউজ পোর্টালে’ নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে। পাঠকের ভালোবাসায় ট্যাবলয়েড সাইজে ১০টাকা মূল্যে রঙ্গিন আট পৃষ্ঠার পত্রিকা ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ ২৩ জুলাই ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল। অনুপম মুদ্রণালয়, কাঠালতলী, রাঙ্গামাটি থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পাহাড়ের সময় এর আগামীর চলার পথ আরো সুগম হোক।

অর্থ ও শ্রম দিয়ে এক নাগাড়ের পরিশ্রম করে যাচ্ছেন সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। সম্পাদক মন্ডলীর সভাপতি অনুপম বড়ুয়া শংকর। সংবাদ সহ পত্রিকাটি টিকিয়ে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন সহযোগী সম্পাদক মোঃ আলী, প্রধান বার্তা সম্পাদক মোঃ নুরুল আমীন, বার্তা সম্পাক পলাশ চাকমা, মীর লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, দেবদত্ত মুৎসুদ্দী ও নিয়মিত লেখক বৃন্দ এবং পত্রিকায় কর্মরত জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। আমি আশাবাদি সকলের এই সহযোগীতায় এগিয়ে যাবে ‘পাহাড়ের সময়’ একটি মানবিক পার্বত্য চট্টগ্রাম তথা দেশ গড়ার প্রত্যয়ে।

লেখকঃ- মাহমুদুল হাসান সোহাগ
সম্পাদক, তারুণ্যের কলম, লংগদু, রাঙ্গামাটি।