[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালা জোনের পক্ষ থেকে মশারী বিতরন

৩৬

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন সর্ব সময় মানুষের পাশে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের দি বেবী টাইগার্স সেনাবাহিনীর পক্ষ থেকে দেড়শতাধিক পরিবারের মাঝে মশারী বিতনর করা হয়েছে।

শনিবার (২৩জুলাই) বিকাল ৪টায় দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে মশারী বিতরন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ পিএসসি।

মশারী বিতরন শেষে জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ বলেন, দীঘিনালা জোন সকল জাতি ধর্ম বর্ন নিবিশেষে সকল সম্প্রদায়ের মাঝে কাজ করে যাচ্ছে। পার্বত্য ম্যালেরিয়ার প্রদুর্ভাব বেশি তাই ম্যালেরিয়া রোগ থেকে বাঁচার দূর্গম এলাকার লোক মাঝে জোনের মশারী বিতরন করা হয়। এবং ধরনে সহযোগীতা অব্যহত থাকবে।

মশারী পেয়ে উত্তর বানছড়া এলাকার আলো দেবী চাকমা বলেন, আমরা জংগলে বাস করি জংগলে বেশি মশা পোকামাকড় মাররায়, ঘরে দিনে ও রাতে আগুনের ধোঁয়া দিয়ে ঘুমাতে হয়। এখন মশারী টাঙ্গিয়ে ঘুমাতে পারব।
পাবলাখালী এলাকার নাগরধন চাকমা বলেন, সেনাবাহিনীর দেয়া মশারী পেয়ে অনেক খুশি হয়েছি। ঘুমাতে গেলে এখন আর মশার কামড় খেতে হবে না।