[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালা জোনের পক্ষ থেকে মশারী বিতরন

৩৫

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন সর্ব সময় মানুষের পাশে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের দি বেবী টাইগার্স সেনাবাহিনীর পক্ষ থেকে দেড়শতাধিক পরিবারের মাঝে মশারী বিতনর করা হয়েছে।

শনিবার (২৩জুলাই) বিকাল ৪টায় দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে মশারী বিতরন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ পিএসসি।

মশারী বিতরন শেষে জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ বলেন, দীঘিনালা জোন সকল জাতি ধর্ম বর্ন নিবিশেষে সকল সম্প্রদায়ের মাঝে কাজ করে যাচ্ছে। পার্বত্য ম্যালেরিয়ার প্রদুর্ভাব বেশি তাই ম্যালেরিয়া রোগ থেকে বাঁচার দূর্গম এলাকার লোক মাঝে জোনের মশারী বিতরন করা হয়। এবং ধরনে সহযোগীতা অব্যহত থাকবে।

মশারী পেয়ে উত্তর বানছড়া এলাকার আলো দেবী চাকমা বলেন, আমরা জংগলে বাস করি জংগলে বেশি মশা পোকামাকড় মাররায়, ঘরে দিনে ও রাতে আগুনের ধোঁয়া দিয়ে ঘুমাতে হয়। এখন মশারী টাঙ্গিয়ে ঘুমাতে পারব।
পাবলাখালী এলাকার নাগরধন চাকমা বলেন, সেনাবাহিনীর দেয়া মশারী পেয়ে অনেক খুশি হয়েছি। ঘুমাতে গেলে এখন আর মশার কামড় খেতে হবে না।