দীঘিনালা জোনের পক্ষ থেকে মশারী বিতরন
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন সর্ব সময় মানুষের পাশে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের দি বেবী টাইগার্স সেনাবাহিনীর পক্ষ থেকে দেড়শতাধিক পরিবারের মাঝে মশারী বিতনর করা হয়েছে।
শনিবার (২৩জুলাই) বিকাল ৪টায় দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে মশারী বিতরন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ পিএসসি।
মশারী বিতরন শেষে জোন কমান্ডার লে: কর্ণেল রুম্মন পারভেজ বলেন, দীঘিনালা জোন সকল জাতি ধর্ম বর্ন নিবিশেষে সকল সম্প্রদায়ের মাঝে কাজ করে যাচ্ছে। পার্বত্য ম্যালেরিয়ার প্রদুর্ভাব বেশি তাই ম্যালেরিয়া রোগ থেকে বাঁচার দূর্গম এলাকার লোক মাঝে জোনের মশারী বিতরন করা হয়। এবং ধরনে সহযোগীতা অব্যহত থাকবে।
মশারী পেয়ে উত্তর বানছড়া এলাকার আলো দেবী চাকমা বলেন, আমরা জংগলে বাস করি জংগলে বেশি মশা পোকামাকড় মাররায়, ঘরে দিনে ও রাতে আগুনের ধোঁয়া দিয়ে ঘুমাতে হয়। এখন মশারী টাঙ্গিয়ে ঘুমাতে পারব।
পাবলাখালী এলাকার নাগরধন চাকমা বলেন, সেনাবাহিনীর দেয়া মশারী পেয়ে অনেক খুশি হয়েছি। ঘুমাতে গেলে এখন আর মশার কামড় খেতে হবে না।