জুরাছড়িতে উপজেলা যুবলীগের পরিচিতি সভা
॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জুরাছড়িতে উপজেলা যুবলীগের পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে প্রথম বারের মত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জুরাছড়ি উপজেলা যুবলীগের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
যুবলীগ সাধারণ সম্পাদক সজিব চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আকবর হোসন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল সহ জেলা এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম সুদৃঢ় করার জন্য আওয়ামীলীগের সকল সংগঠন সমূহের ৬ দিন ব্যাপী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এমনটাই জানান প্রবর্তক চাকমা।
পরে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বক্তব্য রাখেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার রিকু চাকমা, সাংগঠনিক সম্পাদক রিংকু চাকমা প্রমূখ।