খাগড়াছড়িতে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাগড়াছড়িতে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীরা।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সম্ভবত তিন-চার দিন আগে এই নারীর মৃত্যু হয়েছে। তাই লাশটিতে পঁচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশটি কার? কোথা থেকে এলো? এ নিয়ে শহর জুড়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। তবে পরিচয় সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।