কাপ্তাই বিউবো মাধ্যমিক প্রধান শিক্ষক ও স্কাউট লিডার হাবিবুল হকের মৃত্যু: বিভিন্ন মহলের শোক
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হক (এল টি) স্ট্রোক জনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। শুক্রবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৮ বছর। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী ২ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। প্রধান শিক্ষক ও স্কাউটারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্টজনেরা বলেন, হাবিবুল হক ছিলেন একজন দেশসেরা স্কাউটার, সদালাপী,পররোপকারী ও সদাহাস্যজ্জল। তার মৃত্যুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাপ্তাই উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে নিজ বাড়ি আমির ভান্ডার দরবার শরীফ চট্রগ্রামের পটিয়া দাফন হবে।