রাইখালী বন্যার্তদের জন্য সহায়তা তহাবিল সংগ্রহ করছে কাপ্তাই উপজেলা বিএনপি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ করছে। বৃহস্পতিবার (২১জ্লুাই) কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছে।
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ সহায়তা সংগ্রহ করছে। এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ,সাধারন সম্পাদক ইয়াছিন মামুন, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেমসহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, দলের কেন্দ্রিয় নির্দেশ মোতাবেক বন্যার্তদের জন্য এ তহাবিল সংগ্রহ করা হচ্ছে।