[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘরে স্থায়ী ঠিকানা পেল ৫ গৃহহীন পরিবার

১৮২

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

সারা দেশের ন্যায় রাঙ্গামাটি বরকলে প্রধানমন্ত্রী কর্তৃক ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে বরকল উপজেলায় ৫ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পার্বত্য এলাকায় ভৌগোলিকগত কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা অত্যান্ত কঠিন কাজ। তাছাড়া বাংলাদেশে বছরখানেক আগে করোনা মহামারীর কারণে অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছিল।এসব বাস্তবতার মধ্যে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। যা সত্যিই সাধুবাদযোগ্য এবং প্রশংসার দাবি রাখে। মানব কল্যাণে সমাজে বসবাসরত সকলকে ভাবতে হবে। আর মানুষ মানুষের প্রতি আন্তরিক থাকতে হবে। কারণ মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা। মানবতার জয় হবে। মানুষ মানুষকে নিয়ে থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান ।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রীর হৃদয়ের প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প। ইতোমধ্য ১লক্ষ ৮৫ হাজার ঘর নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে ২৬ হাজার ২শ ২৯টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ৮লক্ষ গৃহ নির্মাণ করে দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যে বরকল উপজেলার দূর্গম এলাকায় চ্যালেন্জ মোকাবেলা করে ৬০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দেয়ায় মনে বড় প্রশান্তি অনুভব করছেন। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা থাকায় সহজতর হয়েছিল। ভবিষ্যতে বরকল উপজেলায় আরো গৃহ নির্মাণ করা হবে যদি এলাকাবাসীর আগ্রহ এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকে।

অপরদিকে,৫২টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সাথে বাংলাদেশে শতভাগ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার কথাও উল্লেখ করেন।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন জনপ্রতিনিধিবৃন্দ,বরকল থানা প্রতিনিধি, ৪৫ বিজিবি জোন প্রতিনিধি, উপকারভোগীসহ গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে,বরকল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা সতীশ শংকর চাকমার তত্বাবধানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা সহ পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।