মাটিরাঙ্গায় মাদক বিরোধী সমাবেশ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী ইউনিয়েনে সুধী সমাজের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে গোমতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ইউনিয়ন মাদক বিরোধী সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
মাদকের বিরুদ্ধে সকলকে স্ব-স্ব জায়গায় সচেতন হওয়ার আহবান জানিয়ে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে আপনার সন্তান কার সাথে মিশছে তার খোঁজ খবর রাখতে হবে। তাছাড়া মাদকের ছোবল থেকে রক্ষা পেতে নিজেদের সন্তানদের কে খেলাধূলার প্রতি আগ্রহ করে তুলতে হবে।
চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সভা-সমাবেশ আয়োজন করতে হবে। মাদকের সাথে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, ভবনীচরন রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী চৌধুরী, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মোঃ মুছা মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে লোকাল গভর্নেন্স সাপোর্টরপ্রজেক্ট -এলজিএসপি-৩ এর আওতায় গ্রাম পুলিশদের মাঝে সাতটি বাইসাইকেল, গোমতি বাজারে ৩২টি সিসি ক্যামেরা ও গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ে ২০ জোড়া বেঞ্চ প্রদান করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পেয়ার আহম্মেদ মজুমদার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গনি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।