রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিনত হয়েছে: দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
“বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ শ্লোগানে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে । বুধবার (২০ জুলাই) সকালে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। র্যালীটি রাঙ্গামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সারা বিশে^ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা মানুষ । ভাল থাকার জন্য প্রকৃতিকে আমরা নিষ্ঠুর ভাবে হত্যা করছি। বাংলাদেশ আগে ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিনত হয়েছে। নিজেদের ও আগামী প্রজম্মকে বাচাঁতে বেশি বেশি করে গাছ লাগাতে বলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বৃক্ষ মেলার স্টল পরিদর্শন শেষে একটি বনজ চারা রোপন করেন। বিভিন্ন গাছের চারা নিয়ে ১৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।