কাপ্তাইয়ে চন্দ্রঘোনা নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কিন্নরীতে ১নং চন্দ্রঘোনা ইউপি নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে। বুধবার (২০জ্লুাই) দুপুরে ১২জন ইউপি নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার,নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মিলন,এস আই মোঃ ফারুক ও কাপ্তাই প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তা শপথ শেষে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলেন, সরকার দেশে উন্নয়ন করছে ইউপি পরিষদের মাধ্যমে। সুতরাং সরকারের সকল উন্নয়ন সঠিক ভাবে দায়িত্ব পালনে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।